দিঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের তীর্থক্ষেত্রের মানচিত্রে জায়গা পেলো সৈকতনগরী
বেস্ট কলকাতা নিউজ : দিঘার বুকে নবনির্মিত জগন্নাথ ধামের শুভ দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব ঘোষণা মতো এদিন ৩টে ১১ মিনিটে শুভ লগ্নে এই ঐতিহাসিক মন্দিরের দ্বার উন্মুক্ত করেন তিনি। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে সমগ্র দিঘা। বাংলার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা মিলে এদিন এক অপূর্ব ‘সময়’-এর সৃষ্টি করেন।

এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, সংগীতশিল্পী অদিতি মুন্সি, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী-সহ বহু বিশিষ্ট শিল্পী। তাদের পরিবেশনা এদিন দর্শনার্থীদের চরম মুগ্ধ করে তোলে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যবাসী, স্থানীয় প্রশাসন, ইসকনের রাধারমন দাস, পুরীর রাজ পরিবারের প্রতিনিধি রাজেশ দ্বৈতাপতি, হিডকো এবং নির্মাণে যুক্ত সকল শিল্পী ও কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান স্থানীয় জনগণের প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হত না। মন্দিরে এদিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। এরপর মুখ্যমন্ত্রী মূর্তির সামনে আরতি করেন, পাখা দিয়ে বাতাস করেন ও সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেন। মন্দির চত্বরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ইতিমধ্যেই ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। রত্ন বেদীর উপর স্থাপিত কাঠ ও পাথরের অপূর্ব মূর্তি দর্শনার্থীদের মন ভরিয়ে দিয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই জগন্নাথধাম রাজ্যের নতুন তীর্থ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ঘোষণা করেন, মন্দিরের প্রসাদ ও ছবি প্রতিটি গৃহে পৌঁছে দেওয়া হবে। শুধু রাজ্যেই নয়, সারা দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছেও তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দায়িত্ব থাকবে রাজ্য সরকারের আইএনসি (ইনফর্মেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স) বিভাগের উপর। গতকাল বুধবার বিকেল থেকেই জগন্নাথ মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দিঘার এই নতুন তীর্থক্ষেত্র আগামী দিনে রাজ্যের পর্যটন ও ধর্মীয় ভাবনার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করছেন সকলে।