কারনালে মৃত্যু হল পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কারনাল অশান্ত হয়ে ওঠে হরিয়ানার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক ঘিরে৷ সেখানে ৪ জন কৃষক আহত হন কৃষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ঘটনায়৷ আহত হয় এমনকি ১০ জন পুলিশকর্মীও৷ সেই ঘটনায় অবশেষে একজন মারা গেলেন আহত ৪ কৃষকের মধ্যে৷ নিহত ওই কৃষকের নাম সুশীল কাজল৷ ওই কৃষকের বাড়ি কারনালের রাইপুর জাট্টান গ্রামে৷ তাঁর মৃত্যুর খবর টুইট করে জানান হরিয়ানার কৃষক নেতা গুরুনাম চাদুনি৷

প্রসঙ্গত, হরিয়ানার কারনালে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক আয়োজিত হয়৷ সেই বৈঠকে ঘিরে কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষি আইনের বিরোধিতায়৷ সেই সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষোভকারী কৃষকদের সরাতে৷এদিকে বিক্ষোভকারী কৃষকরা পাল্টা ইট-পাথর ছুড়তে শুরু করেন পুলিশকে লক্ষ্য করে৷ ৪ জন কৃষক আহত হয়েছিলেন এই ঘটনায়৷ রবিবার হাসপাতালে মারা গেলেন তাঁদের মধ্যেই একজন৷ এ নিয়ে কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে জানান, ‘‘সুশীল কুমার, একজন কৃষক যাঁর ১.৫ বিঘা জমি রয়েছে ৷ তিনি কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন গত ৯ মাস ধরে৷ তিনি আহত হন কারনাল টোলপ্লাজায় শনিবার পুলিশি লাঠিচার্জে৷ রাতে তিনি হাসপাতালে মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷ কৃষক সম্প্রদায় সর্বদা কৃতজ্ঞ থাকবে তাঁর এই বলিদানের জন্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *