অতি সক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে , হাইকোর্টের দ্বারস্থ হল জাফরাবাদের নিহত বাবা-ছেলের পরিবার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

() রাজ্য ২ রাজ্য (৩)

বেস্ট কলকাতা নিউজ : জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের লোকজন চলে এলেন কলকাতায়। আশ্রয় নেয় বিধাননগর সেফ হাউজ়ে। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে পূর্ব থানার ৪০ জন পুলিশ এসে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে পুলিশের দাবি, তাঁদের অপহরণ করা হয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টাও করে পুলিশ। এবারে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফরাবাদের নিহত বাবা ও ছেলের পরিবারের লোকজন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, ওয়াকফ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধূলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাঠ চলতে থাকে বেপরোয়াভাবে। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে। বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরই মধ্যে নিহত দুজনের স্ত্রীকে অপহরণ করা হয় বলেও এদিন অভিযোগ ওঠে । যদিও পরবর্তীতে সল্টলেকের সেফ হাউসে হদিশ মেলে তাঁদের।

অভিযোগ, রাতে বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিশ বিধাননগরের সেফ হাউসে যায়। দরজা ভেঙে নিহতদের পরিবারের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। এদিকে পুলিশের দাবি, তাঁদের অপহরণ করা হয় বলে। অথচ নিহতদের পরিবারের লোকজনের দাবি, স্বেচ্ছায় বিধাননগরের সেফ হাউসে এসেছেন তাঁরা। এই মর্মে বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করারও আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *