পণ্যবাহী গাড়িতে গবাদি পশু পরিবহনের অভিযোগ ,মাটিগাড়া থানার পুলিশের হাতে আটক ২ অভিযুক্ত
শিলিগুড়ি : শিলিগুড়ির মাটিগাড়া তে পণ্যবাহী গাড়িতে গবাদিপশু পরিবহনের অভিযোগে দুটি গাড়ি আটক করে ৪৯ টি গবাদি পশু উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। এদিন রাতে মাটিগাড়া থানা এলাকার বালাসন ব্রিজ এর কাছে নাকা তল্লাশির সময়ে পণ্যবাহী ট্রাকে গবাদি পশু পরিবহন হচ্ছে দেখতে পেয়েই গাড়ি দুটিকে আটক করে টহলদারি ভ্যান। সরকারি নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে লাইভ স্টক পারমিটের গাড়ি ব্যবহার করতে হয়। পাশাপাশি গাড়িতে থাকা গবাদিপশুর জন্য পর্যাপ্ত খাদ্য, জল এবং চিকিৎসকের নথিপত্র ও থাকার কথা।

কিন্তু পুলিশের তল্লাশির সময় দুই গাড়ির চালক কোন কিছুই দেখাতে পারেনি। এই কারণেই গাড়ির চালক জয় প্রকাশ সিং এবং কুন্দন কুমারকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত দুজনের বাড়ি বিহারের বৈশালীতে। দুটো গাড়িরই বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিও আটক করা হয় । অবশেষে ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানা। আপাতত তারা জেলেই থাকবে বলে জানা গেছে। পরপর বেশ কয়েকবার এই ঘটনা ঘটে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে প্রশাসনও। জানা গেছে আটক গবাদি পশু আসল দামের থেকে বাজারে প্রায় মূলত তিনগুণ বেশি টাকায় বিক্রি করা হয় বলেও। আটক দুজনে বহিরাগত বলেও জানতে পারে পুলিশ।