পাকিস্তানি গোলার আঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক গোর্খা আধিকারিকের
নিজস্ব সংবাদদাতা: ভারত-পাক যুদ্ধ আবহে কাশ্মীরের রাজৌরিতে অসামরিক এলাকায় পাক গোলাবর্ষণে মৃত্যু হল জম্মু-কাশ্মীর সরকারের আধিকারিক রাজকুমার থাপার। এদিকে গোর্খা আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । এক্স হ্যান্ডেলে তিনি জানান, ‘রাজৌরি থেকে ভয়ানক খবর পেয়েছি , আমাদের জম্মু-কাশ্মীর সরকারের এক গুরুত্বপূর্ণ আধিকারিককে হারাতে হয়েছে। তিনি উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন বৈঠকেও উপস্থিত হয়েছিলেন। রাজৌরিতে পাকিস্তানের তরফে তীব্র গোলাবর্ষণ করা হয়। তাতেই জখম হন ওই আধিকারিক। পরে মৃত্যু হয় তাঁর। তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করার ভাষা আমার নেই। এদিকে এই অসামরিক এলাকায় পাক গোলাবর্ষণের শিকার এই গোর্খা আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্তাও । তিনি জানান, ‘রাজৌরিতে রাজকুমার থাপার বাড়িতে যেতে হবে। সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই। ব্যাপারটা প্রচন্ড দুঃখজনক বলেও এদিন জানান সাংসদ।
