পথ কুকুরদের মারধর করার তীব্র প্রতিবাদ! দুই ভাইকে বেধড়ক মার, একজনের মৃত্যু হল হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পথ কুকুরদের মারধর করার প্রতিবাদ জানিয়েছিলেন দুই ভাই। আর তাতেই এক ভাইকে ইটে করে থেঁতলে খুন করার অভিযোগ উঠল স্থানীয় ২ যুবকের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ গড়গড়ান এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদিন পাল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুদিন পালের ভাই অমিতাভ পালও। বিষ্ণুপুর থানার পুলিশ অবশেষে অভিযুক্ত দুই যুবককে আটক করে।

জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ গড়গড়ান এলাকার বাসিন্দা পেশায় বালুচরি শিল্পী অমিতাভ পাল ও তাঁর দাদা সুদিন পাল। তাঁরা এলাকায় পশুপ্রেমী হিসাবেই পরিচিত। প্রতিদিন রাতে ওই দুই ভাই পথ কুকুরদের খাবার দেওয়ার পাশাপাশি কোনও পথ কুকুর আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন। অভিযোগ, বালুচরি শিল্পী দুই ভাই কুকুরদের খাবার দিলেও স্থানীয় দুই যুবক ওই কুকুরদের প্রায়শই মারধর করে। তেমনই ঘটনা ঘটে এদিন রাতেও।

এদিকে রাতে স্থানীয় একটি গাজন থেকে বাড়িতে ফিরে বালুচরি শিল্পী অমিতাভ পাল দেখেন তাঁর বাড়ির সামনেই ওই দুই যুবক পথ কুকুরদের বেধড়ক মারধর করছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান অমিতাভ পাল। আর এতেই ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে লাঠিতে করে অমিতাভ পালকে বেধড়ক মারধর করতে শুরু করে দেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই দাদা সুদিন পাল ভাই অমিতাভ পালকে বাঁচাতে ঘটনাস্থলে হাজির হয়। এইসময় কোনওক্রমে আক্রমনকারীদের এড়িয়ে সটান বিষ্ণুপুর থানায় হাজির হন আহত বালুচরি শিল্পী অমিতাভ পাল।

থানায় অভিযোগ জানিয়ে কিছুক্ষণ পরে অমিতাভ পাল বাড়িতে ফিরতেই দেখেন বাড়ির সামনের রাস্তায় গুরুতর আহত ও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন দাদা সুদিন পাল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা সুদিন পালকে মৃত বলে ঘোষণা করেন। অমিতাভ পালের দাবি, ওই দুই যুবকই ইটে করে থেঁতলে তাঁর দাদাকে খুন করেছে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *