বিভিন্ন দাবী নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বিশেষ অভিযানে শামিল হল সিপিএম নেতৃত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক বস্তি রয়েছে। সেই বস্তি এলাকার বাসিন্দাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এবার ফের বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরনিগম অভিযানে শামিল হল বামেরা।

বৃহস্পতিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে পুরনিগম চত্বরে পৌঁছায় বামেরা।যদিও সেখানে যেতেই পুলিশি বাঁধার মুখে পড়তে হয় মিছিলে অংশগ্রহণকারীদের।বাঁধা পেতেই রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা৷পুরনিগমের ভূমিকায় প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতারা।

এদিন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নিজেই ক্ষোভ প্রকাশ করে জানান এইভাবে কোন সরকারের অধিকার নেই দেশের মানুষকে ঠকানো। আমাদের সবার রাজ্য সরকারের কাছে দাবী ছিল এই মানুষদের স্থায়ী বাসস্থান তৈরী করে দেওয়া যেটা তারা করেন নি। তাই আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি বলে জানান প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *