আর মৃত্যুদণ্ড নয় মারণ রোগ ক্যান্সার ! অবশেষে হদিশ মিললো সুস্থভাবে জীবনের মূলস্রোতে ফেরার চাবিকাঠির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্যানসার মানেই যে মৃত্যুদণ্ড নয় এমনটা প্রমাণ করার পূর্ণ প্রচেষ্টা ও সমাজ সচেতনতার অঙ্গীকার নিয়ে এবার পথে নামলেন একাধিক সিনিয়র চিকিৎসক। ক্যানসারে আক্রান্ত রোগীরা প্রকৃত চিকিৎসায় জীবনের মূল স্রোতে ফিরে আসা এবং সুস্থ হওয়া সম্ভব বলে পূর্বেও জানিয়েছিল চিকিৎসা বিজ্ঞান। এবার সেই রোগ সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করতে এবং আশার বার্তা ছড়িয়ে দিতে একাধিক পদক্ষেপ ‘ক্যানসার কেয়ার এন্ড কেয়ার সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলে’র চিকিৎসকদের যৌথ উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে চিকিৎসকরা পরিষ্কার জানান, আর পাঁচটা রোগের মত ক্যানসারও নিরাময় করা সম্ভব। এর জন্য প্রয়োজন রোগী ও তাঁর পরিবারকে সচেতন থাকা এবং চিকিৎসা ঠিকমতো করানো।

বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের প্রকোপ ক্রমাগত বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের পরিসংখ্যান অনুযায়ী ২০৩০-এর মধ্যে প্রত্যেক ঘরে কমপক্ষে একজন করে ক্যানসার আক্রান্ত রোগী থাকবে বলে অনুমান। শেষ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা নতুন করে ১৪ লক্ষ ৬১ হাজার ৪২৭। শেষ ২০২৩-এর পরিসংখ্যান অনুযায়ী এই রোগে পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় স্থানাধিকারী।

উল্লেখ্য, এ রোগের চারটি স্টেজ বা ধাপ যার মধ্যে প্রথম তিনটি ধাপ সঠিক সময় চিকিৎসায় সুস্থ হয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসা সম্ভব, তবে চতুর্থ স্টেজে সঠিকভাবে চিকিৎসা হলে তুলনামূলক সুস্থ থাকা যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে ‘ক্যানসার কেয়ার এন্ড কিওর সোসাইটি অফ ওয়েস্টবেঙ্গলে’র চিকিৎসক সায়ন পাল (সিনিয়র ক্যানসার স্পেশালিস্ট) বলেন, “এই রোগ প্রথম ধাপে ধরা পড়লে বা ঠিকমতো চিকিৎসা হলে সুস্থ হওয়া সম্ভব। অযথা সময় নষ্ট না করে এবং হোমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসা না করে সঠিকভাবে চিকিৎসা হলে জীবনের মূল স্রোতে ফিরে আসা যায়।” এ বিষয়ে তিনি আরও বলেন, “আমরা এই রোগের চিকিৎসা ও সচেতনতার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছি। মানুষকে মাথায় রাখতে হবে এই রোগের প্রকৃত চিকিৎসা সম্ভব। তাঁদেরকে দূরে সরিয়ে রাখলে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *