উদ্বোধনের অপেক্ষায় সিকিম থেকে বাগডোগরা পর্যন্ত রেললাইন, চমক আছে এমনকি উদ্বোধনের পরেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষিত সিকিম থেকে উত্তরবঙ্গের বাগডোগরা পর্যন্ত রেল লাইনের কাজ অবশেষে শেষের পথে। এদিকে শেষ হয়ে গেলে পর্যটন শিল্পের বিশাল প্রসার ঘটবে বলে দাবিও করছে, সিকিমের পর্যটন সংস্থা।

ওই সংস্থা জানিয়েছে রেললাইন তৈরি হয়ে গেলে সরাসরি সিকিমে পৌঁছে যাবেন পর্যটকেরা। যেটা আগে সম্ভব হতো না, চার চাকার গাড়ি করে সিকিমে পৌঁছানো বিশেষ করে উত্তর সিকিমে পৌঁছানো ছিল প্রচন্ডভাবে সমস্যার ব্যাপার। বিশেষ করে সারা বছরে অন্তত পাঁচ থেকে ছয় বার প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে উত্তর সিকিম। রেললাইন তৈরি হয়ে গেলে সমস্যা যে একেবারেই মিটে যাবে তা নয়, কিন্তু পর্যটন শিল্প এবং পর্যটকেরা অনেকটাই লাভবান হবে। এমনকি কলকাতার সাথেও একটা নিবিড় যোগাযোগ হয়ে যাবে সিকিমের, তবে আগে রেলপথ উত্তরবঙ্গের সাথে স্বরহ হয়ে গেলেই বোঝা যাবে ঠিক কতটা কি করা যেতে পারে ভবিষ্যতে। এর আগেও সিকিমের সাথে উত্তরবঙ্গকে জুড়তে চেষ্টা করে রেললাইন তৈরি করা হয়েছিল, কিন্তু বারবার প্রাকৃতিক দুর্যোগ সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। এবারে প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে, রেল লাইন তৈরি হয়ে গেলে শুধু সিকিম নয় উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে অন্য ব্যবস্থা করা যাবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। তবে সব কিছু সময় বলবে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *