অভিযোগ আসছিল বহুদিন ধরেই , অবশেষে বাগড়াকোর্টের রেলওয়ে ক্রসিংয়ে তদারকি করতে এলেন বিধায়ক শংকর ঘোষ
নিজস্ব সংবাদদাতা : বহুদিন ধরে অভাব এবং অভিযোগ আসছিল তার কাছে। অবশেষে সরাসরি সেখানে উপস্থিত হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সেখানে এসে তার নজরে পড়ে লেভেল ক্রসিং এর দুদিকেই বসে আছে ফুটপাতের ব্যবসায়ীরা, কেউ বিক্রি করছে খাবার , কেউ দিয়েছে ফলের দোকান, কেউ হোটেল অথবা কেউ জামা কাপড়। এর উপরে যখন ট্রেন বা মালগাড়ির আসার সময় হয়ে যায় তখন এপার ওপার চলাচল বন্ধ হয়ে যায়। তখনই তৈরি হয় সমস্যা, ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকালে বৃষ্টির সময়। জল জমে থাকায় দূরহ অবস্থা হয়ে যায়। চলাচল করতে প্রচন্ড সমস্যার পড়ে যান পথে হেঁটে যারা চলাচল করেন।

এ দিন বিধায়ক শংকর ঘোষ কথাও বলেন এলাকার স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে। তিনি জানান এইভাবে চললে মানুষের সমস্যা বেড়ে যাবে। সমস্যা সমাধান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই জায়গাটা প্রচণ্ড জনবহুল, একটু করে ছেড়ে দিতে হবে সবাইকে। আমি আবার আসব। জায়গাটা দেখে যাবো, এদিন এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ।