শিলিগুড়ি পুরসভার বিশেষ উদ্যোগে মহানন্দা পাড়াতে বসানো হলো ১০ জন মনীষীর আবক্ষ মূর্তি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার উদ্যোগে দশজন মনীষীর মূর্তি উন্মোচন করা হলো শিলিগুড়ির মহানন্দা পাড়াতে। এই মূর্তি উন্মোচন করে মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের গর্ব এইসব মনীষীরা । এনাদের ছোয়ায় আমরা চলছি । এই সব মনীষীরা সারা বাংলা তথা ভারতকে গর্বিত করে এসেছেন দিনের পর দিন। এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। বিনিময় আমরা কোন কিছুই ওদের ফিরিয়ে দিতে পারিনি। ওনাদের মূর্তি থাকলে জনমানুষে আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবে। এই মূর্তি নিয়ে সাধারণ মানুষের আবেগ আমি বুঝতে পারি। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিছুটা হলেও আজ আমরা পালন করলাম।

মেয়র গৌতম দেব এদিন এও জানান শিলিগুড়ির মানুষ মনীষীদের সম্মান দিতে জানে, তাই এখানে মনীষীদের মূর্তি স্থাপন করা নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য বিষয় শিলিগুড়ির মানুষের মধ্যে। আমাদের আরও কর্তব্য যত্ন সহকারে এই মূর্তিগুলোকে রেখে দেওয়া। শিলিগুড়ির মানুষ জানে কিভাবে মনীষীদের সম্মান দিতে হয়। মানুষের কাছে এটা একটা আলাদা দৃষ্টান্ত হয়ে থাকল বলেও এদিন জানান মেয়রগৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *