রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যাত্রীদের দেহ ! করিমপুরে বাস-মারুতির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের
বেস্ট কলকাতা নিউজ : ফের ঘটে গেলো ভয়াবহ এক পথ দুর্ঘটনা ৷ বাস এবং মারুতির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৬ জনের । সকলেই মারুতি ভ্যানের যাত্রী বলে জানা গিয়েছে ৷ আশঙ্কাজনক আরও এক ৷ আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর কাঁঠালিয়া এলাকায় ৷ জানা গেছে এদিন দিঘা থেকে যাত্রীবাহী বাস করিমপুরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি মারুতি ভ্যান । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী , মারুতি ভ্যানে বেশ কিছু যাত্রী ছিলেন ৷ বাসের সঙ্গে সংঘর্ষ হতেই ভ্যানটি সম্পূর্ণ ভাবে দুমড়ে-মুচড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে তাঁরা ছুটে এসেন দেখেন রাস্তাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন মারুতির যাত্রীরা ৷ সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ওই গাড়ির ভিতর থাকা যাত্রীরা সকলেই পিষে আটকে যান।

স্থানীয় ও বাসযাত্রীরা জখম যাত্রীদের উদ্ধারে হাত লাগান ৷ ক্ষতিগ্রস্ত হয় বাসটির সামনের অংশ । খবর পেয়ে করিমপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷ এদিকে, উদ্ধারকাজের জন্য পৌঁছয় দমকল বাহিনীও। বাসটিকে সরিয়ে মারুতির ভিতর থেকে দেহগুলি উদ্ধার করা হয়। করিমপুর গ্রামীণ হাসপাতালে তাঁদের নিয়ে গেলে চিকিৎসকরা জানান 6 জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করে পুলিশ ৷ পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি শুরু হয় বলেও খবর মেলে ৷