রেললাইনে রাখা তার জড়ানো কাঠ, প্রশ্ন উঠলো নাশকতার চেষ্টা নিয়েও ! উত্তরপ্রদেশে অল্পের জন্য অবশেষে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। হরদোই জেলার ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক।

লাইনের উপর তার জড়ানো কাঠের টুকরো পরে থাকতে দেখেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন রাজধানীর চালক। লাইনের উপর পড়ে থাকা কাঠ সরিয়ে প্রায় ১০ মিনিট পর ফের ট্রেন এগিয়ে নিয়ে যেতে শুরু করেন চালক। গোটা বিষয়টি জানানো হয় রেলকে। ওই লাইন দিয়েই আসছিল লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস। সেই সময়ও চালক লাইনের উপর তার জড়ানো কাঠের টুকরো পরে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুই চালকের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল, জিআরপি এবং আরপিএফ-এর আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রেলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়েছে। যদিও রেলের কর্তারা এই বিষয়ে কোনও বক্তব্য জানাননি। তদন্ত শুরু করেছে রেলও। এর নেপথ্যে কারা রয়েছেন তাঁদের খোঁজ চলছে। নাশকতার ছক ছিল কি না সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *