তৃণমূলে যোগ দিয়ে অবশেষে ডুয়ার্সে ফিরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, বিভিন্ন জায়গায় তাকে স্বাগত জানালেন তৃণমূল নেতাকর্মীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলে যোগ দিয়ে ডুয়ার্সে ফিরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এদিন তাকে বিশেষ ভাবে স্বাগত জানালেন তৃণমূল নেতাকর্মীরা। এদিন ডুয়ার্সে ফিরে জন বাংলা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শের মাধ্যমে এবং তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। বিজেপি এবং সিপিএম তার নামে যতই ইচ্ছা কুৎসা করুক না কেন কিন্তু এই কুৎসা তারা বেশিদিন চলাতে পারবে না।

জন বারলা এদিন আরোও বলেন সামনের বছর বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে । তৃণমূল কংগ্রেস বাংলার মা মাটি মানুষের সরকার। যারা মানুষের জন্য ভাবে মানুষের জন্য চিন্তা করে। তাই আজকে এই তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে এত কিছু দিতে পারছে। তাই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে এসেছি। দল আমাকে যা দায়িত্ব দেবে , এবং মুখ্যমন্ত্রীর যা নির্দেশ দেবে আমি তাই করবো। জন বারলা কে এদিন অভিনন্দন জানানোর পাশাপাশি সম্বর্ধনা প্রদান করেন তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা। এদিকে জনবারলাও এদিন হাসিমুখ তাদের সেই অভিনন্দন গ্রহণও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *