রাস্তায় গাছ পড়ে চরম বিপত্তি, সাময়িক ভাবে বন্ধ হয়ে গেলো সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা
নিজস্ব সংবাদদাতা : রাস্তায় গাছ ভেঙে পড়ায় ঘটে গেলো এক চরম বিপত্তি।বন্ধ হল সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। ঘটেনি ঘটেছে সিকিমের লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কে কালীঝোড়া এলাকায় । অবশেষে এদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে রাস্তা থেকে গাছ সরানোর কাজ। আটকে যায় বহু যানবাহন, এদিকে এদিন এর মধ্যে অনেক পর্যটকও সিকিম থেকে শিলিগুড়িতে ফিরছিলেন। ঘুর পথে ফিরে আসতে অনেকটা সময়ও লেগে যায় , তবে উপায় নেই ।এদিকে এদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা পরিষ্কার করার করার কাজেও নামে বহু সাধারণ মানুষ। সিকিমের রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক বোঝাই গাড়িও এদিন ফিরে যায় তাদের নিজেদের এলাকায়।

এদিকে কিছুদিন আগেও এই সমস্যা হয়েছিল, তবে এবার সাধারণ মানুষ জানান এবারে সমস্যা অনেকটাই জটিল এবং গভীর ছিল । বেশ কিছুটা রাস্তা জুড়ে গাছ পড়ে অনেকখানে জায়গা দখল করে নেয় । বিশেষ করে আড়াই টার পরে কোন কাজ করা যায় না বলে কাজ শেষ হতে দেরি হয়ে যাচ্ছিলো বলেও জানায় স্থানীয় মানুষ। যতক্ষণ না উদ্ধার কার্য শেষ হয় এদিন ততক্ষণ পর্যন্ত ঘুরপথে যানবাহন চলাচলের নির্দেশ দেওয়া হয়। মাল বোঝাই গাড়িকেও ঠিক একইভাবে এদিন নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে।