বাণিজ্যের প্রসারে উদ্যোগী রাজ্য সরকার, শিলিগুড়ির প্রশাসনিক সভামঞ্চ থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাজ্যে শিল্প আসবে এবং এসেছে, বিরোধীরা কুৎসা করলে তো চলবে না , পশ্চিমবঙ্গ এখন অন্যতম শিল্পের শহর। এদিন শিলিগুড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে এমনটাই জানালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরোও জানান উত্তরবঙ্গে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে, আমাদের এবং শিল্পপতিদের শুধুমাত্র তা খুজে বার করতে হবে। তাহলেই শিল্পের প্রসার ঘটবে, এবং ব্যাপক কর্মসংস্থান হবে। শিলিগুড়ি এমন একটি শহর যেখানে সব ধরনের মানুষ এসে বসবাস করেন, এখানে তো শিল্পের প্রসার হবেই। আমাদের সবাইকে এক্ষেত্রে বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে, শিলিগুড়ি এমন একটা শহর, যেখানে চার দিক থেকে ঢুকবার জায়গা আছে। যেটা অন্য কোন জায়গাতে নেই, মানুষ এখানে আছেন উৎসাহী হয়ে, আগ্রহী হয়ে তাই এখানে বাণিজ্যিক সুযোগ-সুবিধা তো থাকবেই।

মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের তাদের ভালো ফলাফলের জন্য বিশেষ ধন্যবাদও জানান। যারা মুখ্যমন্ত্রীকে এদিন অব্যর্থনা জানান মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানান তাদেরও । পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ যারা করছেন এদিন তাদেরও উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান সবাইকে একসাথে উৎসাহী হয়ে কাজ করতে হবে। তবে পশ্চিমবঙ্গ একদিন একটা জায়গায় চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *