ফের লকডাউনের সুর শোনা গেল উদ্ধব ঠাকরের গলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ করোনাবিধি নিয়ে ইতিমধ্যেই কঠোর হয়েছে রাজ্য সরকার৷ কিন্তু তারপরও সাধারণ মানুষ তা মানছে না বলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসন্তোষ প্রকাশ করলেন৷ রাজ্য সরকার ফের লকডাউনের পথে যেতে পারে সংক্রমণ রুখতে৷ মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের নির্দেশ দিলেন লকডাউন জারি নিয়ে পরিকল্পনা নেওয়ার জন্যও৷এক সরকারি বিবৃতিতে একথাই জানানো হয়েছে ৷

ইতিমধ্যেই একটি বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে৷ স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে, প্রধান সচিব সীতারাম কুন্তে, টাস্ক ফোর্সের চিকিৎসকরা ,বিভিন্ন আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন৷ এই বৈঠকে টাস্ক ফোর্সের চিকিৎসক ও আধিকারিকরা চরম উদ্বেগও প্রকাশ করেন মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি নিয়ে৷ সংক্রমণ বৃদ্ধির জেরে করোনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন৷

বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে পরিকাঠামোগত সমস্যায় পড়তে পারে করোনা রোগীদের চিকিৎসায় নিযুক্ত হাসপাতালগুলি৷ আধিকারিকদের নির্দেশ জারির কথা বলা হয় এবার থেকে সাধারণ মানুষ যাতে সরকারি অফিস ও সচিবালয়ে ঢুকতে না পারেন, তার জন্য৷বৈঠক শেষে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু করোনাবিধি মানছে না মানুষ , তাই সরকার লকডাউনের পথে যেতে বাধ্য হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *