বিধানসভা নির্বাচনের আগে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন শিলিগুড়ির বিধায়ক, এমনকি জানতে চাইলেন স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও
শিলিগুড়ি : আগামী বছর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন , তার আগে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ জানতে চাইলেন তাদের সকলের সমস্যার কথা। বিধায়ক এদিন জানান আমার দায়িত্ব আমি অবশ্যই পালন করব। কারণ মানুষ আমাকে দেখে ভোট দিয়ে আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছেন। আমার কর্তব্য এই জায়গাটা মানুষের জন্য উৎসর্গ করা।

বিধায়ক শংকর ঘোষ এদিন আরো জানান তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে শুধু বঞ্চনাই করে গেল, মানুষকে আশ্বাস দিয়ে গেল অথচ কাজের কাজ কিছুই হলো না। এই সরকারের অবিলম্বে চলে যাওয়া উচিত, আমি শিলিগুড়ি শহরের ৪৭ টি ওয়ার্ডের বাসিন্দাদের মুখের কথা শুনবো। সমস্যাগুলো বুঝে উঠতে চেষ্টা করব, এবং অবশ্যই তার সমাধান করব। কারণ সমস্যা না সমাধান হলে মানুষ এগোবে কিভাবে? আজকে আমি এখানে এসেছি মানুষের সাথে আলোচনা করে মূল বিষয়গুলো জেনে তার সমাধান করার। মূলত এই দিন বিধায়ক শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে তার সমর্থক এবং কর্মীদের নিয়ে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যান। এদিকে বাসিন্দারা তাকে দেখে তাদের সমস্যার কথা বলেন, সমাধানের জন্য অনুরোধ করেন, এদিকে বিধায়কও তাদের কথা দেন তিনি তাদের সব রকম সমস্যা দেখে নেবেন এবং পরে তার সমাধানের জন্য চেষ্টা করবেন।