ভাঙড় এলাকায় ৫১ কেজি গাঁজা পাচার উত্তরবঙ্গ থেকে, পুলিশি অভিযানে ধরা পড়লো ৫ অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি হলুদ ট্যাক্সিতে পাঁচটি বড় ব্যাগ নিয়ে সারা কলকাতা শহর ঘুরছে চার ব্যক্তি ৷ শেষমেশ ভাঙড়ের হাতিশালায় ট্যাক্সি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে এল বান্ডিল-বান্ডিল গাঁজা ৷ মোট ৫১ কেজি গাঁজা ও ট্যাক্সি চালক-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ৷ এদিকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এক সাংবাদিক বৈঠকও করেন এই প্রসঙ্গে ৷ তিনি জানান, চারজন মাদকপাচারকারী কোচবিহার থেকে ৫১ কেজি গাঁজা নিয়ে ট্রেনে করে প্রথমে শিয়ালদা স্টেশনে নামেন ৷ এরপর সেখান থেকে একটি হলুদ ট্যাক্সি ভাড়া করে নিউটাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার জন্য ৷

তিনি জানান , ওই মাদকপাচারকারীদের উপর আগে থেকেই নজর ছিল পুলিশের ৷ ওই পাচারকারীরা ট্যাক্সি চালককে বেশি টাকা দেওয়ার কথা বলে অ্যাকোয়াটিকা থেকে ভাঙড়ের উদ্দেশে রওনা দেয় ৷ সেখানেই হাতিশালায় কলকাতা পুলিশের একটি দল ও পোলেরহাট থানার পুলিশ ফাঁদ পেতে অপেক্ষা করছিল ৷ সন্দেহভাজন ট্যাক্সিটিকে আসতে দেখে, সেটিকে আটকায় পুলিশ ৷ এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ডিকি থেকে পাঁচটি বড় ব্যাগ উদ্ধার হয় ৷ সেগুলি খুলতেই ভিতরে বান্ডিল-বান্ডিল গাঁজা বেরিয়ে আসে ৷ এমনকি গাঁজা-সহ চারটি মোবাইল ফোনও অবশেষে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ সেই মোবাইলগুলি থেকে পাচারচক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা ৷ রাস্তায় কোথাও গাঁজা ডেলিভারি করেছে কি না, তাও খতিয়ে এদিন খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা৷

ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সাংবাদিক দের এও বলেন, “এই চারজন মাদকপাচারকারীর ভাঙড়-সহ বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে গাঁজা ডেলিভারি করার কথা ছিল ৷ সেরকম কয়েকটি লোকেশনেরও আমরা খোঁজ পেয়েছি ৷ তবে, সেগুলি যাচাই করে দেখতে হবে ৷ পাশাপাশি, চারজনকে জেরা করা হচ্ছে ৷ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে ৷ তদন্তের স্বার্থে সেই সব তথ্য গোপন রাখা হচ্ছে ৷ ট্যাক্সি চালক এবং ওই চারজন পাচারকারীকে আপাতত গ্রেফতার করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *