সমস্ত বিরোধী দল আজ যন্তরমন্তরে সমবেত হচ্ছে কৃষক আন্দোলনের সমর্থনে, থাকছেন এমনকি রাহুল গান্ধীও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সমস্ত বিরোধী দলের প্রতিনিধি সাংসদরা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে। বৈঠকে রয়েছেন এমনকি কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। বৈঠকের আগে খাড়্গে এও জানান, এদিন তাঁরা অর্থাত্‍ বিরোধী দলের সাংসদরা একসঙ্গে যাবেন যন্তরমন্তরে কৃষক আন্দোলনের মঞ্চে। এমনকি বিরোধী শিবিরের ঐক্য জোর পাচ্ছে গত কয়েক দিন ধরেই। কিন্তু তারই মধ্যে অভিযোগ উঠেছে, নরেন্দ্র মোদী সরকার বিভাজনের নীতি নিয়েছে এই ঐক্যে চিড় ধরাতে। তবে তার পরেও এই ঐক্যই সংসদের ভিতরে ও বাইরে ক্রমশ দৃঢ় হচ্ছে বলেই বিশেষজ্ঞদের মত।

প্রসঙ্গত, দিল্লির যন্তরমন্তরে যে কিষান সংসদ চলছে, সেখানে কৃষক নেতারা আরও জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশন যত দিন চলবে, এই কিষান সংসদ চলবে তত দিনই। এরই মধ্যে বুধবার এমএসপি’র আইনি গ্যারান্টি নিশ্চিত করতে চেয়ে একটি ‘বিল’ পেশ করা হয়। এই নিয়েও বিরোধীরা কৃষকদের পাশে থাকছে ঐক্যবদ্ধ ভাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *