জলপাইগুড়ি জেলা স্কুলে ম্যানেজিং কমিটি গঠন ঘিরে জোর ঝামেলা, শিক্ষকরা জড়িয়ে পড়লো তুমুল হাতাহাতিতে
বেস্ট কলকাতা নিউজ : ম্যানেজিং কমিটি গঠন ঘিরে এক জোর ঝামেলা সৃষ্টি হল জলপাইগুড়ি জেলা স্কুলে। এমনকি এদিন শিক্ষকদের একাংশ জড়িয়ে পড়ে তুমুল হাতাহাতিতেও। ঘটনাটি ঘটেছে শহর জলপাইগুড়িতে। জানা গেছে দীর্ঘদিন ধরেই কমিটির গঠন নিয়ে দুটি গোষ্ঠীর মধ্য চলছিল চরম মতবিরোধ। দুটি গোষ্ঠী দুটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবে সমস্যার সমাধান হচ্ছিল না। কিভাবে ম্যানেজিং কমিটি গঠন করা হবে, এবং কিভাবে আগামী দিনে স্কুল কমিটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা নিয়েও আসন্তোষ তৈরি হচ্ছিল।

অবশেষে এদিন সেটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। দুপক্ষের মধ্যে প্রথম বাক বিতন্ডা এবং পরে সেটা হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছায়। অবস্থা সামাল দিতে এগিয়ে আসেন বাইরের অভিভাবকেরা। তারা এসে এদিন অবস্থার সামাল না দিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত। এদিকে এই ঘটনা ঘটে যাওয়ায় চূড়ান্ত অস্বস্তিতে পড়ে জেলা স্কুলও । এত নামী স্কুলে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই স্কুলের মর্যাদা নষ্ট করে দিচ্ছে বলে এদিন জানান স্কুলের অভিভাবকেরা।