ওষুধের কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্য়া বেড়ে ৩৬ , নিহতের পরিবারকে আর্থিক সাহায্যর ঘোষণা তেলেঙ্গানা সরকারের
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ তেলেঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১১ জন ৷ এই ১১ জন ছাড়াও অন্তত ২৩ জন আহত হয়েছেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩৩ জনের ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের প্রাণ গিয়েছে ৷ প্রশাসন থেকে জানানো হয়, ধ্বংসস্তূপের নীচে কিছু মানুষ আটকা রয়েছেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার বেলা ৯ টার খানিক পর ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরাম এস্টেটের ৪ একর জুড়ে ওষুধ তৈরির কারখানা ৷ সেইসময় ১৪৭ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন ৷ বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের দেহ ছিটকে যায় ১০০ মিটার দূর পর্যন্ত ৷ আহতদের কোনওরকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ আজ মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যে ঘোষণা করেছেন ৷ যার জন্য সরকার সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন তিনি ৷ যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছে ৷ যাঁরা অল্প আহত অর্থাৎ কিছুটা সুস্থ হওয়ার পর আবার কাজে ফিরতে পারবেন তাঁদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছেন ৷