শিলিগুড়ি পুরনিগমের অর্থানুকূল্যে পুরনিগমের ২৮ নং ওয়ার্ডের অরবিন্দ বিদ্যামন্দিরে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল মিড ডে মিল – এর নবনির্মিত ভোজন কক্ষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৪,০৯,৮৯৮.০০টাকা অর্থানুকূল্যে পুরনিগমের ২৮ নং ওয়ার্ডের অরবিন্দ বিদ্যামন্দিরে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল মিড ডে মিল – এর নবনির্মিত ভোজন কক্ষের। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মিড ডে মিল এর শিলিগুড়িতে দায়িত্বপ্রাপ্ত শ্রাবণী দত্ত।

এদিন মেয়র জানান মুখ্যমন্ত্রী বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য প্রচুর চিন্তা করেন। স্কুলে আসার পরে তারা ভর পেট খাচ্ছে কিনা এবং তারা সুস্থভাবে আছে কিনা , সেটাও চিন্তা করেন। আগের মিড ডে মিল এবং বর্তমানে মিড ডে মিল এর মধ্যে কি পার্থক্য আছে সেটা জনগণই বিচার করবেন। আজকে এই ভবনের উদ্বোধন হল , আনন্দের বিষয়টা হল ছাত্র-ছাত্রীরা নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এবং ওরা যেভাবে স্কুলে আসে ওদের কাছে ভর পেট খাওয়া দাওয়া সত্যিকারে কল্পনার মধ্যে থাকা। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে স্কুল এবং ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। তাদেরই উদ্যোগে রাজ্যের বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের অনেকটাই উন্নত হয়েছে। মানুষ দেখে ভেবে চিন্তা করবে কি উচিত, কি উচিত না । সব শিক্ষকদের শুভেচ্ছা এবং শুভকামনা আমি প্রার্থনা করি এবং কামনা করি। শ্রাবণী দত্ত এদিন জানান আমি সব সময় চিন্তা করি আমি দায়িত্ব পেয়ে সে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো কিনা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কতটা কি করতে পারা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *