এবছরও জাঁকজমক এর সঙ্গে শ্রী শ্রী শীতলামাতার স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে হাওড়ায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ মাঘী পূর্নিমার দিন, এদিন অতি ধুমধাম সহকারে শ্রী শ্রী শীতলামাতার স্নানযাত্রা ২০২০ পালিত হবে লিলুয়া ও হাওড়া স্টেশনের মধ্যবর্তী জনবসতিপূর্ন এলাকা সালকিয়ায় । উল্লেখ্য এটি সবচেয়ে বড় উৎসব উত্তর হাওড়া এলাকার যাতে ধর্ম বর্ন নির্বিশেষে অংশগ্রহন করেন এলাকার সমস্ত মানুষজন , জেলা বাদে বাইরে থেকেও অগনিত ভক্তগন আসেন এই স্নানযাত্রা দর্শনের জন্য। এই দেবীরা কেউই দেবী শীতলার মূর্তিস্বরূপা নন। এনারা কেউ কাষ্ঠনির্মিত, দারুনির্মিও কিংবা হাঁড়িতে অঙ্কিত। একমাত্র কয়েল বাজারের মা কয়েলেশ্বরী শীতলামূর্তি পাথরের দ্বারা নির্মিত। একমাত্র আজকের দিনে এই সমস্ত দেবীরা গঙ্গাস্নানে বের হন বিরাট বিরাট শোভাযাত্রার সঙ্গে।

লৌকিক মত অনুসারে , এখানকার দেবীরা সাতবোন। এদের মধ্যে বড়মা বিরাজ করেন হরগঞ্জ বাজারের অরবিন্দ রোডে এবং ছোট মা মুরগীহাটায়। আজ হাজারো পূর্নার্থী মায়ের স্নানযাত্রায় অংশ নেন সারাদিন উপোসী থেকে। কেউ কেউ আবার সুযোগ পান মায়ের রথে কাঁধ দেওয়ারও। অনেকে আবার পুরো যাত্রাপথ সম্পন্ন করেন দন্ডী কেটে।রাতে সকল ভক্তগন উপোস ভেঙে ফল মিষ্টি খেয়ে পরদিন ব্রত সম্পন্ন করেন ষোল আনার পুজো দিয়ে। এই দেবী বসন্ত, হাম ইত্যাদি রোগ উপশমের দেবী শাস্ত্রমতেও। তাই বৎসরে একটি দিন তিনি গঙ্গাস্নান সেরে শুদ্ধ ও শীতল হন। ঐতিহ্যবাহী এই পুজো যুগ যুগ ধরে চলে আসছে উত্তর হাওড়ার সালকিয়া-বেলগাছিয়া অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *