শিলিগুড়ি শহরে তৈরি হবে ভাড়াটেদের তালিকা , খুব তাড়াতাড়ি শুরু হবে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষাও,পুরসভার বৈঠকে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সমস্যায় শহর শিলিগুড়ি, এরপর এক অপরাধ রোজ হচ্ছে। ভোরের দিনে দুপুরে রাতে যেকোনো সময় যেকোনোভাবে। স্থানীয়দের মত প্রশাসন সক্রিয় না হলে এই ধরনের অপরাধ দিনের পর দিন বাড়তে থাকবে। অনেকেই বলছেন শিলিগুড়ি বহিরাগতদের শহর হিসেবে পরিচিত হচ্ছে। আর বহিরাগতদের দ্বারাই বাড়ছে অপরাধ। কে কোথায় কবে চলে আসছেন কবে কোথায় কিভাবে থাকছেন তা বুঝতে পারছে না স্থানীয় মানুষ। তাই পুরসভার গুরুত্বপূর্ণ এক বৈঠকে মেয়র জানান এবারে বহিরাগতদের নিয়ে ভাববার সময় এসেছে । শিগগিরি ভাড়াটিয়াদের তালিকা তৈরি হবে। হবে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা, কারণ শহর শিলিগুড়ি নিরাপদ থাকছে না। তাই আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য এই ব্যাপারটাকে সঠিকভাবে পরিচালিত করা। এর জন্য করতে হবে সমীক্ষা, তখনই দেখা যাবে কে সঠিক কে নির্ভুল। শহর শিলিগুড়ি কে নিরাপদ রাখতে হবে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *