লোকসভা ভোটের দোরগোড়ায় মালদার কালিয়াচক থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র , গ্রেপ্তার হলো ৩ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঠিক লোকসভা ভোটের দোরগোড়ায় মালদা র কালিয়াচক থানার পুলিশ উদ্ধার করল১২ টি আগ্নেয়াস্ত্র সহ ৫০ রাউন্ড তাজা কার্তুজ । এই অস্ত্র উদ্ধার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল, হবিবুর রহমান, আবদুর রোহন ও আবদুল সালাম খান সূত্রের খবর অনুযায়ী হবিবুর ও আবদুর কালিয়াচকের মণ্ডলপাড়ার বাসিন্দা। এবং আবদুল কালিয়াচ হাজিপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, অভিযুক্ত দের আজ তোলা হবে জেলা আদালতে । গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বামনগোলা মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে হানা দেয় । তিন যুবককে সন্দেহজনকভাবে মোটরবাইকে চেপে পাহাড়পুরের দিকে যেতে দেখলে সন্দেহ হয় পুলিশের। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশ তল্লাশি চালিয়ে ১২টি বন্দুক সহ ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে । কালিয়াচক থানার পুলিশ জানায়, ম্যাগাজিন সহ দুটি ৭ .৬৫ এমএম পিস্তল, ১০ টি অত্যাধুনিক পাইপ গান ও ৮ এম এম -র 50 টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে ধৃত যুবকদের কাছ থেকে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটের আগে সন্ত্রাস ছড়াতেই ব্যবহার করা হত ওই আগ্নেয়াস্ত্রগুলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *