মদ্যপ মহিলার দাপাদাপি খোদ সরকারি হাসপাতালে , চূড়ান্ত হেনস্থার পর খুনের হুমকি নার্সদের ! অবশেষে দায়ের হল অভিযোগ
বেস্ট কলকাতা নিউজ : নার্সদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল কাটোয়া মহকুমা হাসপাতাল। গভীর রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে কর্তব্যরত দুই নার্সকে খুনের হুমকি ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এদিকে অভিযুক্তদের মধ্যে এক মহিলার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অসভ্য আচরণের অভিযোগও ওঠে।এ তা নিয়েই এদিন চাপানউতোর চলে গোটা হাসপাতালে। অবশেষে অভিযোগও দায়ের করা হয় পুলিশের কাছে।

সূত্রের খবর, রাত ১২টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কোয়েল মাঝি দাস নামে এক মহিলাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়, যাঁদের মধ্যে তিনজন ছিলেন মহিলা। এদিকে হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রসূতি ওয়ার্ডে রোগীর সঙ্গে সর্বাধিক দু’জন আত্মীয় প্রবেশের অনুমতি রয়েছে। সেকারণেই অতিরিক্ত লোকজনকে বাইরে যাওয়ার অনুরোধ করেন ডিউটিতে থাকা নার্স সঞ্চিতা ক্ষেত্রপাল ও অমৃতা গড়াই। অভিযোগ, এরপরেই রোগীর পরিবারের কয়েকজন মারমুখী হয়ে ওঠে। বিশেষ করে, কোয়েল দে নামে এক যুবতী নার্সদের উদ্দেশে চূড়ান্ত গালিগালাজ শুরু করে এবং তাদের খুনের হুমকি দেয়। এমনকি শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
নার্সদের দাবি, তাঁরা ঘটনার কথা সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ ক্যাম্পে জানান, কিন্তু সাহায্য পাওয়া যায়নি। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, দুই নার্স ডিউটিতে ছিলেন। অতিরিক্ত আত্মীয়দের শুধু বাইরে দাঁড়াতে বলেছিলেন। এর জেরেই তাঁদের হেনস্থা করা হয়। পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি।