প্রচণ্ড ঠান্ডায় দুস্থদের জন্য খাবারের বিশেষ ব্যাবস্থা জেলা সভাপতির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে যখন কনকনে ঠান্ডায় কাপছে শহরের মানুষ সেই সময় তাদের খাবার জোগার করতে নিজেকে উজার করে দিচ্ছেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি শিলিগুড়ির একটি ওয়ার্ডে তার ব্যক্তিগত উদ্যেগে খাবার জোগার করে খাবার প্রদান করলেন। এমনকি এদিন প্রচণ্ড ঠান্ডায় যখন শিলিগুড়ির মানুষ বেশ কাবু তখন জেলা সভাপতি দাড়িয়ে থেকে খাবার পরিবেশন করলেন দুস্থদের মধ্যে। তিনি এও জানালেন পেট কিছুই মানে না। তাই সবার আগে কিন্তুু পেটের যোগান তৈরী রাখতে হবে। আজকে প্রায় পাচশোর কাছাকাছি মানুষ আসলেন এবং আসবেন দুপুরের খাবারের জন্য। আমি মনে করি এটাই আমাদের কাছে সবচাইতে প্রধান দায়িত্ব দুস্থদের মধ্যে খাবার বিতরন করে দেওয়া। কারন ক্ষুধা নিবারন করা সবচাইতে আগে আমাদের প্রাথমিক এবং সবশেষ কতর্ব্য। তাই আজকে প্রয়োজনীয় মানুষের কাছে খাবার পৌছে দেবার চেষ্টা করলাম। সময় লাগবে তবে আমরা সফল হবোই জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *