গ্যাংটকের মেফেয়ার লজের সামনে উল্টা গেল মালবোঝাই একটি লরি
নিজস্ব সংবাদদাতা : গ্যাংটকের মেফেয়ার লজের সামনে উল্টা গেল মালবোঝাই একটি লরি। গাড়িটিতে প্রচুর মাল ছিল কিভাবে ওই লরি উল্টে গেল জানা না গেলেও অনুমান অন্য কোন গাড়িকে পাশ কাটাতে গিয়ে এদিন এই দুর্ঘটনা ঘটে । এদিকে এদিনের এই ঘটনায় আহত হয় ওই লরিটির চালক এবং খালাসি। জানা গেছে প্রচুর মাল ছিল ওই লরিটির মধ্য। বহু মাল সমেত ওই লরিটি উল্টে পড়ে যায়। আরো জানা গেছে ঐ লরিটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রচন্ড ভারী বোঝাই হওয়ায় ওই লরিটির ড্রাইভারও এদিন প্রচন্ড অসুবিধা মধ্যে পড়ে। এদিকে এদিন অন্য কোনো গাড়িকে পাশ কাটাতে গিয়েএকটুর জন্য রক্ষা পেয়ে গেলেও এবার আর তাল সামলাতে না পারায় একেবারে উল্টে পড়ে যায়। তবে ড্রাইভার এবং খালাসী এদিন সামান্য আহত হয় এই এই ঘটনায় । তবে এদিন অবশেষে স্থানীয় গ্রামবাসীরা সেনাবাহিনীর সাহায্যে ওই লরিটিকে উদ্ধার করেন।
