সাজা মকুবের আর্জি, অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হল আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেকসুর খালাসের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আবেদনও জানায় সঞ্জয় ৷ তবে তার আবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ ফের শুনানি হতে চলেছে ৷ এদিকে এই মামলায় সব পক্ষকে কপি দিয়ে ১৬ জুলাই আদালতে আসার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷

উল্লেখ্য , গত ২০ জানুয়ারি আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করে ৷ এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় দোষী সঞ্জয় ৷ এর আগে সিবিআই কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবিতে আবেদন জানায় ৷ সেই আবেদন গ্রহণ করেছে আদালতও ৷ এবার সঞ্জয় রায় তার সাজা মকুবের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় ৷

এদিকে সঞ্জয় রায়কে চলতি বছরের ১৮ জানুয়ারি শিয়ালদা আদালত ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের জন্য মৃত্যু) এবং ১০৩ (১ ) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করে ৷ এরপর ২০ জানুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ৷ এই মামলায় দোষীর ফাঁসির দাবি চেয়েছিল নির্যাতিতার পরিবার ও সিবিআই ৷ কিন্তু বিচারক জানান, ফাঁসির সাজা দেওয়া হয় বিরলের মধ্যে বিরলতম মামলায় ৷ আরজি করের ঘটনা ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’ নয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *