লখিমপুর কান্ড , খুনের দায়ে অভিযুক্ত মন্ত্রীপুত্র গেলেন না এমনকি পুলিশ ডাকা সত্ত্বেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লখিমপুর খেরিতে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কৃষকদের জমায়েতের মধ্যে ঢুকে যায় গত রবিবার। চার কৃষক মারা যান এমনকি এই মর্মান্তিক ঘটনায়। অভিযোগ উঠেছে , সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। পুলিশ তাঁর নামে এমনকি মামলাও করেছিল খুনের অভিযোগে। শুক্রবার পুলিশের তাঁকে জেরা করার কথা ছিল। কিন্তু এদিন পুলিশের সামনে উপস্থিত হননি মন্ত্রীর ছেলে। ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে, লখিমপুরের হিংসায় কতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছে? এফআইআর দায়েরই বা কাদের বিরুদ্ধে করা হয়েছে? সরকার এসম্পর্কে শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে শুক্রবারের মধ্যেই। তাতে (রিপোর্টে) তথ্যও জানাতে হবে এমনকি নিহত আট জনের ব্যাপারেও।

এদিকে সুপ্রিম কোর্টও ঘটনাটিকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছে। সোমবার আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও বিরোধীদের অভিযোগ, পুলিশ আড়াল করতে চাইছে এই হাই প্রোফাইল অভিযুক্তকে। বৃহস্পতিবার লখনউ জোনের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিং আরও জানিয়েছেন, ইতিমধ্যে আশিসকে সমন পাঠিয়ে যত দ্রুত সম্ভব আসতে বলা হয়েছে। আরও পদক্ষেপ করা হতে পারে এমনকি তাঁর বিরুদ্ধেও। এদিকে পুলিশ জেরা করছে আশিসের ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করে। অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ খারিজ করে তিনি আরও বলেন, দেশের আইন সমান সবার জন্যই। আমরা নিশ্চিত করব, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মামলা দায়ের করেছে ১৩ জনের বিরুদ্ধেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *