শিলিগুড়ি শহরের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের উদ্দেশ্যে গৃহীত হল মাতৃসদন সংলগ্ন স্থানে ৩০ শয্যা বিশিষ্ট দ্বিতীয় ভবন নির্মাণের পরিকল্পনা
শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের উদ্দেশ্যে এবং শিলিগুড়ি পুরনিগমের আওতায় একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে, ২৩ নং ওয়ার্ডে অবস্থিত মাতৃসদন সংলগ্ন স্থানে ৩০ শয্যা বিশিষ্ট দ্বিতীয় ভবন নির্মাণের পরিকল্পনা গৃহীত হল। প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), দার্জিলিং, ডেপুটি মেয়র, স্বাস্থ্য বিভাগের মেয়র-পারিষদ, ওয়ার্ড কাউন্সিলর এবং পুরনিগমের বাস্তুকারদের নিয়ে উক্ত স্থান পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান আমাদের পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল মাতৃসদন কে নিয়ে। মাতৃসদন সারা বছর বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে নিজেদের জড়িয়ে রাখে। এখানে বহু ভালো ভালো ডাক্তার বসেন । আমাদের পরিকল্পনা আছে দুস্থ এবং অসহায় লোকেদের পাশে দাঁড়ানো। দিনের পর দিন মাতৃ সদন মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর আমাদের দায়িত্ব এবং কর্তব্য মাতৃ সদনের পাশে দাঁড়ানো। আজকের পরিকল্পনা বাস্তবায়ন হলে বহু মানুষ উপকৃত হবে।
