বীজাপুরে মাওবাদীদের পুঁতে রাখা আইইডিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত হল ৪ গ্রামবাসী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছত্তিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হল বেশ কয়েকজন গ্রামবাসী ৷ মাদ্দেইদ থানা এলাকায় বিস্ফোরক পুঁতে রেখেছিল ৷ সেটি বিস্ফোরণে চার গ্রামবাসী আহত হয়েছেন বলে খবর। আহত গ্রামবাসীদের বীজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মাওবাদীরা মূলত জওয়ানদের মারার উদ্দেশ্যেই আইইডি পুঁতে রেখেছিল ৷ কিন্তু গ্রামবাসীরা তার শিকার হয়েছেন ৷

মাদ্দেইদ থানার পুলিশের দাবি, বান্দেপাড়া যাওয়ার রাস্তায় মাওবাদীরা আইইডি পুঁতে রেখেছিল। গ্রামবাসীরা মাটির নীচে পুঁতে রাখা বোমা দেখতে পায়নি। ফলে বোমার উপর পা-রাখার ফলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে একজন গ্রামবাসীর পা গুরুতর জখম হয়েছে। বাকি তিন জনের আঘাত সামান্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বোমা বিস্ফোরণে আহত সকলকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য মাদ্দেইদে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে জেলা হাসপাতাল বীজাপুরে স্থানান্তরিত করা হয়েছে ৷ বীজাপুরের এসডিপিও মায়াঙ্করণ সিং ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, আহত সকল গ্রামবাসীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। সকলের চিকিৎসা চলছে।

উল্লেখ্য ,এর আগে, ৯ এপ্রিল বীজাপুরে এরিয়া ডমিনেশন ডিউটিতে থাকা এক জওয়ান আইইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন। ৭ এপ্রিল আবুঝামারে আইইডি বিস্ফোরণে এক গ্রামবাসী গুরুতর আহত হন। ৪ এপ্রিল নারায়ণপুরে আইইডি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় একজনের মৃত্যু ও একজন আহত হয়েছিলেন ৷ ৩০ মার্চ বীজাপুরে আইইডি বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয় ৷ 28 মার্চ আইইডি বিস্ফোরণে বাস্তার ফাইটার্সের জওয়ান আহত হয়েছিলেন ৷ ২৪ মার্চ বীজাপুরে এসটিএফ গাড়ি আইইডি বিস্ফোরণের কবলে পড়ে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *