খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হল শিলিগুড়ির এস এফ রোডে
শিলিগুড়ি : বেশ কিছুদিন বন্ধ ছিল অভিযান, অবশেষে আবার শুরু হল শিলিগুড়ির এস এফ রোডে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। এদিকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিলিগুড়িতে, একের পর এক বিতর্ক এবং তার সাথে খাবারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হওয়াতে চরম সমস্যায় পড়ে গিয়েছে শিলিগুড়ি পুরসভাও। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অবশেষে এদিন এস এফ রোডে লাগাতার অভিযান শুরু করা হলো। মূলত এদিন খাদ্য সুরক্ষা দপ্তর তাদের অভিযান চালায় বিভিন্ন মিষ্টির দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন হোটেলেও। বিভিন্ন দোকানে গিয়ে এদিন তার গুণমান পরীক্ষা করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এস এফ রোডে প্রচুর দোকান আছে , বিশেষ করে খাবারের দোকান। এদিন সেই দোকানগুলিতেই জোর পরীক্ষা চালান খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসারেরা।
