প্রবল ঝড়ের তাণ্ডব , শিলিগুড়িতে উপড়ে পড়ল একের পর এক গাছ
শিলিগুড়ি : প্রবল ঝড়ের তাণ্ডব আর তার জেরে শিলিগুড়িতে উপড়ে পড়ল একের পর এক গাছ। এদিকে এদিনের রাতের ঝড়ে প্রচুর ক্ষতিও হয় শিলিগুড়িতে। জানা গেছে এদিন রাত ১১ টা র সময় শুরু হয় প্রবল ঝড়, এবং সাথে চলে এক তুমুল বৃষ্টি। এদিকে ঝড়ের প্রবল হাওয়ার জন্য শুরু হয়ে যায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। শিলিগুড়িতে ঝড়ের কবলে প্রায় শপাচেক মানুষ। সবচাইতে বেশি গাছ পড়ে শিলিগুড়ির হাকিমপাড়া এবং পাল পাড়াতে। গাছ উপড়ে তারের উপরে পড়ায় বহু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটও হয়। শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গাছ পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। সকালবেলা যে কারণে রাস্তাঘাটে এদিন তৈরি হয় ব্যাপক যানজটও। এদিকে গাছ কাটার লোক এসে তাড়াতাড়ি না এসে পৌঁছানোয় এদিন বেশ দেরিও হয়ে যায় গাছ কেটে গাছ সরাতে। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতে ঝড়ে গাছ পড়ে যাওয়ার খবর আসে। জানা গেছে শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় ছোট বড় সব মিলিয়ে প্রায় ৫০ টি গাছ রাস্তার উপর উপড়ে পড়ে।
