বনের হাতিদের বনে ফিরিয়ে দিয়ে অবশেষে পুরস্কৃত হলেন চিকিৎসক স্বেতা মন্ডল
নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ির বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে সীমান্ত পেরিয়ে দু’টি হাতি বাংলাদেশের তেঁতুলিয়া এলাকায় ঢুকে পড়েছিল ৷ সেই হাতিদের আবার দেশে ফিরিয়ে এনে বন মহোৎসবের অনুষ্ঠানে সম্মানিত হলেন বন্যপ্রাণী চিকিৎসক শ্বেতা মণ্ডল । পাশাপাশি সারা বছর মানুষ ও বন্যপ্রাণী সংঘাত এড়াতে যাঁরা কাজ করেন, এমনকি তাঁদেরও সম্মান জানানো হয় এদিন।

শ্বেতা মন্ডলের হাতে এদিন পুরস্কার তুলে দেন জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ। এদিন তিনি জানান চিকিৎসক শ্বেতা মন্ডল এক অনন্য নজী র সৃষ্টি করেছেন। তিনি যে পশুপ্রেমিক, প্রকৃতই তিনি যে পশুদের ভালবাসেন এটা তার জ্বলন্ত প্রমান। তার মনের মধ্যে পশুদের নিয়ে যে চিন্তা ভাবনা ছিল তা সত্যি কারের কুর্নিশ করার মত। ২টি হাতিকে যেভাবে পৌঁছে দিয়েছেন তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। তার এই সাহস দেখে অনেকে এগিয়ে আসবেন। এটাই হবে সবচাইতে বেশি আনন্দের খবর। চিকিৎসক স্বেতা মন্ডল এদিন জানান আমি এমন কিছু করিনি, যেটা করণীয় সেটাই করেছি। তবে সবাইকে ধন্যবাদ আমাকে এভাবে সম্মানিত করার জন্য।