কোরোনা পরিস্থিতির মোকাবিলা, মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : দিন দিন লাগাম ছাড়া হচ্ছে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ৷ আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমাগত বাড়ছে এ রাজ্যে রাজ্যে৷ কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াকড়ি বহাল থাকলেও প্রাথমিক স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না অন্য জায়গায়। এই পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ করতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জরুরি বৈঠকে বসবেন সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে, জেলায় জেলায় কোরোনা মোকাবিলায় নানা ব্যবস্থা ও পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হবে এই বৈঠকে৷ এর পাশাপাশি নতুন রণকৌশলও তৈরি করা হতে পারে পরিস্থিতির মোকাবিলায়৷
গত ২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও ১ ,৩৯০ জন ৷ এর জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ ,৮৩৮৷ পাশাপাশি মোট ৯৮০ জনের মৃত্যুও হয়েছে এখনো পর্যন্ত৷ তবে এই সবকিছুর মাঝে ভাবাচ্ছে সুস্থতার হার৷ গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে পরিষ্কার বোঝা যায় রাজ্যে ক্রমশ কমছে সুস্থতার হার৷ তাই রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ সামগ্রিক পরিস্থিতি নিয়ে৷ সমস্ত বিষয়কে মাথায় রেখেই আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে।