এনআরসি নিয়ে এক গভীর আতঙ্ক ! চরম সিদ্ধান্ত নিলেন কলকাতার এক প্রৌঢ়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘেরে এনআরসি আতঙ্ক ছড়ালো কলকাতায় । এদিকে পরিবারের দাবি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভয়েই চরম সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি । জানা গেছে রিজেন্ট পার্কের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইট নোট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দিলীপ কুমার সাহা (৫৯ )। ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন তিনি । বর্তমানে রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লী পশ্চিমে বসবাস করতেন । তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলে অ-শিক্ষক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে খবর, এনআরসি আতঙ্কে আট বছর ধরে আতঙ্কিত ছিলেন। যদি তাঁকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, এই আতঙ্কেই নিজেকে শেষ করেছেন বলে দাবি পরিবারের।এক আধিকারিকের কথায়, এদিন সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার দিলীপ সাহাকে ডেকেছিলেন । কিন্তু বন্ধ ঘরের ভিতর থেকে কোনও সাড়া পাননি । এরপর তিনি পাশের একটি বাড়ি থেকে তার ভাগ্নিকে ডাকেন । এরপর তাঁরা দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ।”

মৃতের স্ত্রী আরতি সাহা বলেন, “উনি চিন্তিত ছিলেন যে এনআরসি বাস্তবায়নের পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে । এই নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই তীব্র চাপের মধ্যে ছিলেন । অন্য কোনও চিন্তা ছিল না । তিনি শৈশবে কলকাতায় এসেছিলেন। এনআরসি নিয়ে ভয় পেয়েছিলেন যে তাকে একটি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে । যেখানে তার কেউ নেই । ওনার বৈধ ভোটার আইডি কার্ড এবং অন্যান্য নথি সব রয়েছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *