এবারে ফের এনআরসির নোটিশ পেলেন কোচবিহারের তুফানগঞ্জ এর বাসিন্দা মেমিনা বিবি
কোচবিহার : এবার এনআরসির নোটিশ পেলেন কোচবিহারে তুফানগঞ্জ এর বাসিন্দা মেমিনা বিবি। জানা গেছে ৪০ বছর বসবাস করার পরে তার কাছে নোটিশ পাঠিয়েছে অসম ট্রাইব্যুনাল। মেমিনা বিবি বর্তমানে তুফানগঞ্জ এ তার দুই সন্তান এবং স্বামীর সাথে থাকেন। তার আগের পক্ষের আমি তাকে তালাক দিয়ে চলে যাওয়ার পরে তিনি আবার বিয়ে করেন। এবার তার কাছে এনআরসির নোটিশ এসেছে। নোটিশ পেয়ে মেমিনা বিবি চিন্তা করতে পারছেন না কি করবেন। তিনি জানান ৪০ বছর ধরে আমি আছি এখানে, আমার সব ধরনের বৈধ কাগজপত্র আছে। দীর্ঘদিন ধরে আমি এখানে বসবাস করছি, এই নোটিশ পেয়ে আমি অসহায় বোধ করছি। বুঝতেই পারছি না কার কাছে গেলে সঠিক সুরাহা হবে। এই বিষয়ে মেমিনা বিবির দ্বিতীয় পক্ষের স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করা হলে তারা অবশ্য এই বিষয়ে কিছু বলতে চান নি। তারা শুধুমাত্র জানিয়েছেন তারা পরামর্শ করছেন, কিভাবে তাদের মাকে এই সমস্যা থেকে বের করে আনা যায়।
