কোর কমিটি নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যেই চরম দ্বিধা রয়েছে, এমনটাই বলছেন খোদ দলের কর্মীরাই
নিজস্ব সংবাদদাতা : অবশেষে ঘোষণা করা হল তৃণমূল কংগ্রেসের নতুন কোর কমিটি। তাতে আছেন গৌতম দেব, রঞ্জন সরকার এবং পাপিয়া ঘোষ ছাড়াও নতুন কাউন্সিলর শোভা সুব্বা, এমনকি আছেন শংকর মালাকারও । আর এখানেই কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে , অনেককে কেন বঞ্চিত করা হলো? পুরনো অনেক তৃণমূল কাউন্সিলর আছেন যারা ১০ বছর ধরে কাউন্সিলর। তাদের নাম নেই, অথচ কিভাবে শংকর মালাকার জ্যোতি তির্কি এবং শোভা সুব্বার জায়গা হল বুঝতে পারছেন না। বহুদিন ধরেই আটকে ছিল তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। আজ হবে কাল হবে করে অনেকদিন চলে গেছে। অবশেষে অবাক করার মতো কমিটি ঘোষণা হলো বটে। তৃণমূল কংগ্রেস বিশেষ করে বলা যায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে সভাপতিহীন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ বর্তমানে প্রাক্তন হলেও তার জনপ্রিয়তা কিন্তু একটা জায়গায় আছে। সেটা বিরোধী রাও স্বীকার করেন, তিনি কেন সরে গেলেন? অথবা তাকে কেন ছড়ানো হল, এটাও একটা বড় প্রশ্ন ।

তবে বিধানসভা নির্বাচনের আগে এই কোর কমিটি কতখানি কার্যকরী হবে এটা সময় বলে দেবে। তবে অনেকেই মনে করছেন অন্তর দ্বন্দ্ব যদি না মেটানো যায় তবে কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল করা প্রচন্ড কঠিন হয়ে উঠবে। আর সেটা যদি না বুঝতে পারেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্ব তবে কিন্তু সত্যি সত্যি বিপদজনক হয়ে যাবে ব্যাপারটা।