এবার শহর শিলিগুড়িকে গর্বিত করল অমরজ্যোতি সিটিজেন পাবলিক স্কুলের ছাত্র বিশ্বরূপ রায়
শিলিগুড়ি : এবার শহর শিলিগুড়িকে গর্বিত করল বিশ্বরূপ রায়, অমরজ্যোতি সিটিজেন পাবলিক স্কুলের ক্লাস নাইনের ছাত্র বিশ্বরূপ রায় মিনার্ভা এডু ভেঞ্চার এর তরফ থেকে স্কলারশিপ নিয়ে ইসরো ঘুরে আসলো। তার সাথে আরো আরো ৭ জন ঘুরে আসলো ইসরো থেকে । ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বিশ্বরূপের। গত বছর থেকেই মিনার্ভা এডু ভেঞ্চার ইংরেজি মাধ্যমের প্রতিভাবানদের স্কলারশিপ দিচ্ছে । এবারই সুযোগ এসে যায় বিশ্বরূপের কাছে। অন্যান্য সাত জনের সাথে সে বাগডোগরা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানকার থাকা খাওয়া এবং সমস্ত কিছু বহন করেছিল মিনার্ভা ।

বিশ্বরূপ জানায় তারা অনেক কিছু শিখে এসেছে। এটা অনেক কাজে লাগবে আমাদের জীবনে। ভবিষ্যতে আরো অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই আমি জানায় বিশ্বরূপ । ঘুরে দেখে ভারতীয় মহাকাশ সেন্টার, এবং জাদুঘর। সেখানে তিনজন সিনিয়র বিজ্ঞানীর সাথে তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। ফিরে আসার পরে তাদের সংবর্ধনা দেয় মিনার্ভা এডুভেনচার। বিশ্বরূপ আরোও জানায় অনেক দিনের স্বপ্ন ছিল আমার উপগ্রহ দেখার, আমার সেই ইচ্ছে পূরণ হলো , এ এক দুর্দান্ত অনুভূতিও । সে এও জানিয়েছে ভবিষ্যতে বিজ্ঞানের সেবা করতে চায় সে। যাতে দেশের ভালো হয় মঙ্গল হয়।