“এটা আমাদের জায়গা, এটা সবার জায়গা” হাকিমপাড়ার ঘটনা নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা মেয়রের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এটা আমাদের জায়গা, আমরা সবাই মিলে মিশে থাকি, কাউকে কোন ভাবে বিরক্ত করি না, আবার কেউ আমাদের বিরক্ত করবে এটাও পছন্দ করি না। এদিন ঠিক এই ভাবেই শিলিগুড়ির কলেজ পাড়ার বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্য সমস্যা নিয়ে সাংবাদিকদের সামনে বার্তা দিলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি এও বলেন যেটা হয়েছে একেবারে দুর্ভাগ্যজনক, কোন অন্যায় প্রশ্রয় দেব না, বাড়িওয়ালা করুক অথবা ভাড়াটিয়া, আমাদের এখানকার মানুষ করুক, অথবা বাইরের মানুষ। এই ধরনের ঘটনা ঘটা শিলিগুড়ির মানুষের কাছে নিতান্তই লজ্জার, শিলিগুড়ি বরাবরই প্রশংসিত হয়েছে মিলে মিশে থাকবার জন্য। রাজনৈতিক হিংসা শিলিগুড়িতে হয়েছে এই ঘটনা খুব কমই শোনা গেছে। সেইখানে একটা সামান্য ঘটনা নিয়ে জল এতোখানি গড়িয়ে গেল এটা ঠিক মেনে নেওয়া যায় না।

মেয়র গৌতম দেব এদিন আরো জানান দুপক্ষের কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নাওয়া হবে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটাও দেখতে হবে আমাদের। শিলিগুড়ি শহর শান্তি প্রিয় শহর হিসেবে পরিচিত, অপরাধ এবং অপরাধী এখানে কেউই প্রশ্রয় পাবে না। আমরা শিলিগুড়ির বুকে দাগ লাগতে দেব না, । তিনি আরো বলেন মহিলাদের মধ্য সমস্যা হতেই পারে, কিন্তু এই ধরনের লজ্জাজনক ঘটনা হতে দেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *