বয়স্কদের নিয়ে নবদ্বীপ ভ্রমণ শিলিগুড়ির ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মার, সাথে গেলেন দার্জিলিং জেলার অনেক বিশিষ্ট রাও
শিলিগুড়ি : প্রতিবছরে যান তিনি, এবারও তার কোনো এরকম ব্যতিক্রম হলো না। শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর রঞ্জন শীল শর্মা নবদ্বীপ বেড়াতে নিয়ে গেলেন এলাকার বরিষ্ঠ লোকেদের। তিনি জানান প্রতিবছরই আমি নিয়ে যাই, এ আর নতুন কিছু না। নবদ্বীপ আমাদের বাঙ্গালীদের কাছে একটা আলাদা মাত্রা রাখে। সেই কারণেই আমি নিয়ে যাই বরিষ্ঠ মানুষজনকে , অনেক বয়স্কই আছেন যারা ইচ্ছে থাকলেও অর্থভাবের জন্য যেতে পারেন না, তাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে পারলে আমারও ভালো লাগে। তবে এবার নবদ্বীপ গেলেন শুধুমাত্র এলাকার বয়স্করাই নন, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অনেক বিশিষ্ট রাও সাথে গেলেন। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, কাউন্সিলর মিলি সিনহা এবং আরো কয়েকজন এমএমআই সি রাও। রঞ্জন শীল শর্মা আরো জানান এরা যতদিন নবদ্বীপে থাকবেন থাকা খাওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি প্রতিবছরই এইভাবে ওদের নিয়ে যেতে চাই। এটা করতে আমার একটা আলাদা প্রশস্তি লাগে। এদিন মোট সাতটি বাস নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়, রঞ্জন শীল শর্মা আরো জানান মায়াপুর এবং নবদ্বীপ পাশাপাশি তাই নবদ্বীপের পাশাপাশি মায়াপুরেও যাওয়া হবে।
