এবারে কি তবে বেসরকারি করনের পথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন? সৃষ্টি হল প্রবল এক সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কি এবার বেসরকারিকরণে পথে? সম্ভাবনা প্রবল, জানা গেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের প্রচন্ড অনীহা এই পথে ঠেলে দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বেশ কয়েকটি নতুন বাস শুরু হয়েছিল,তেনজিং নোরগে বাস টার্মিনাস কে আবার নতুন করে সাজানোর পরিকল্পনা চলছিল, কিন্তু সংস্থা তরফ থেকে জানানো হয় একেবারে পিছিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এর উপর যাত্রীদের অনীহা ও একটা মস্ত বড় কারণ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অনেকটাই নির্ভর করে পর্যটকদের উপর। কিন্তু দেখা গেছে প্রায় ৯০% পর্যটক পছন্দ করেন ট্রেনে যাতায়াত করতে। তাদের এনজিপি বা শিলিগুড়ি জংশন থেকে যাত্রা করা এবং ফিরে আসা বেশি পছন্দ। সেদিক দিয়ে একমাত্র যাত্রী ছাড়া এবং যারা ট্রেনের টিকিট পান না তারাই একমাত্র বাসে যাতায়াত করে। সংস্থা তরফ থেকে জানানো হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করেও ক্ষতিতে চলছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। তাই আর কোন ঝুঁকি নিতে চান না তারা, সোজাসুজি বেসরকারিকরণের পথে যেতে চান।

এদিকে সংস্থার এক কর্তা জানান যাত্রীদের অনীহার বিষয়টি তাদের নিরাপত্তা, কারণ সন্ধ্যার পরই তেনজিং নোরগে বাস টার্মিনার্স এ বসে মদ এবং জুয়ার আড্ডা। বয়স্করা এবং মহিলারা যেতেই ভয় পান। নানারকম অবৈধ কার্যকলাপ শুরু হয় ওই সন্ধ্যার পরে। বহুবার বহুযাত্রী অভিযোগ করেছেন কিন্তু কোন ফল হয়নি। তাই পর্যটকদের একটা অনীহা দেখা দিয়েছে বাসে যাত্রা করার বিষয়টিকে নিয়ে। সব দিক দিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন।সংস্থার তরফ থেকে আরও জানানো হয় , বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা চলছিল, কিন্তু তারা বেসরকারি করনের পথে চলতে চাইছিলেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে এইভাবে চললে বিশাল অংকের টাকা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তাই বেসরকারিকরনিই একমাত্র উপায় বলে জানিয়েছেন তারা।