দিল্লি থেকে ধুপগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো ধুপগুড়ির বিধায়ক অনন্ত মহারাজের গাড়ি
ধুপগুড়ি : দিল্লি থেকে ধুপগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো ধুপগুড়ির বিধায়ক অনন্ত মহারাজের গাড়ি। যদিও জানা গেছে সেই সময় গাড়িতে বিধায়ক ছিলেন না। ওই সময় গাড়িতে ছিলেন অনন্ত মহারাজের ” পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ” পরিচয় দেওয়া এক মহিলা, এবং সাথে এক যুবক। বিধায়কের গাড়িটি দিল্লি থেকে ধুপগুড়ি ফিরছিল, ধুপগুড়ির কলেজ পাড়াতে ফেরবার সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালক সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন, এবং অসাবধানতা বসত সেই সময় এই ঘটনাটি ঘটে। এদিন গাড়িটি ভালই ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। যদিও এলাকর স্থানীয়রা জানিয়েছেন গাড়িতে বসা বাহকদের এদিন কোন ক্ষতি হয়নি সেভাবে, স্থানীয়রাই সাহায্য করেন তাদের বাইরে বেরিয়ে আসতে। খবর দেওয়া হয় বিধায়ককেও। ভোরবেলা সে সময় রাস্তায় সেভাবে কোন গাড়ি ছিল না বলে কোন বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলেও এদিন জানায় এলাকার স্থানীয়রা।
