একটু রাত হলেই বাড়ে ডাম্পারের অত্যাচার, চরম অতিষ্ঠ মালবাজারের বহু স্থানীয় মানুষ
মালবাজার : রাত হলেই অত্যাচার বারে ডাম্পারের। দিনের পর দিন চলছে এই অত্যাচার। সব থেকে বেশি অসুবিধায় পড়ে যাচ্ছেন বয়স্ক এবং বাচ্চারা। তারা জানান সন্ধ্যা হলে বাইরে বেরোনো যায় না ডাম্পারের চরম অত্যাচারে। যে কোন সময় সমস্যা তৈরি হতে পারে। অনেকে আবার এও জানান বারবার বলা হলেও কোন সুরাহা হয়নি। উল্টে আরও বেড়ে গেছে ডাম্পারের সংখ্যা। এর পিছনে আছে কিছু মানুষ যাদের কারণেই বাড়ছে এই ডাম্পার। সন্ধ্যা বেলার দিকে লাইট চলে গেলে , আরো অসুবিধা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। প্রশাসনকে অনেকবার জানানো হলেও কোন সূরাহা হয়নি বলে জানিয়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন বেড়ে চলেছে সমস্যা আর তাই এবারে চূড়ান্ত ব্যবস্থা নিতে চলেছেন মাল বাজারের স্থানীয় বাসিন্দারা।
