মেয়রের জন্মদিন ব্যাপক বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠল শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : মেয়রের জন্মদিন, তাই এদিন ব্যাপক বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠল শহর শিলিগুড়ি। শিলিগুড়ি পুরসভা এবং মেয়র এর বাড়িতে মেয়রের জন্মদিন উপলক্ষে এদিন কেক কাটা হয় । এদিন মেয়র জানান ৬৮তে পড়লাম বয়স বাড়ল অনেকটাই। তবে সবাই আজ যেভাবে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন তাতে মনের জোর অনেকটাই বেড়ে গেল। সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, এই ভাবেই যেন আমরা শহর শিলিগুড়িতে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই যেন হয় । এদিন মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানান চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ এমএমআইসি এবং কাউন্সিলররা। এদিকে যুব তৃণমূলের তরফ থেকেও এদিন মেয়রের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা এবং শুভকামনা পাঠানো হয়। মেয়র এদিন জানান জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই, সামনে পুজো আসছে তাই পূজোতে শহর শিলিগুড়ি কে একেবারে সুরক্ষিত রাখতে হবে। এটাই দরকার ।
