এবার আরও দুই শিক্ষকের নাম জড়ালো ১৭ লাখির ‘নিয়োগ কেলেঙ্কারি’তে , বাড়িতে পোস্টার দিল ‘প্রতারিত বেকারবৃন্দ’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১৭ লক্ষ টাকার নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার হন শিলিগুড়ির এক শিক্ষক পঙ্কজ বর্মন । এবার সেই শিক্ষকের কোচবিহারের বাড়িতে পড়ল পোস্টার। যদিও স্থানীয়দের একাংশের দাবি, এই বাড়ি ওই শিক্ষক সম্প্রতি বিক্রি করে দেন। তবে এ বাড়ি যে বিক্রি হয়েছে, এলাকার লোকজনের কাছেও অজানা ছিল। সোমবার রাতে একদল যুবক ওই বাড়িতে পোস্টার সাঁটাতে এলে বিষয়টি সামনে আসে। শিক্ষক নিয়োগের জন্য টাকা নেওয়ার অভিযোগে শিলিগুড়ি থেকে সম্প্রতি গ্রেফতার হন শিক্ষক পঙ্কজ বর্মন। কোচবিহারের বক্সিরহাট এলাকার বাসিন্দা পঙ্কজ এই টাকা নেন বলে অভিযোগ ওঠে। সেই পঙ্কজেরই কোচবিহারের দক্ষিণ খাগরাবাড়ি এলাকায় একটি বাড়ি ছিল। যা সম্প্রতি তিনি আরও দুই শিক্ষকের কাছেই বিক্রি করেন বলে স্থানীয়রা জানান। সোমবার সেই বাড়িতেই পড়ে পোস্টার। জানা গিয়েছে, বাড়ির বর্তমান দুই মালিকও শিক্ষক। তাঁরাও আবার চাকরি দেওয়ার নামে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। এদিন যে পোস্টারটি দেওয়া হয়, তাতে লেখা হয়েছে, এই বাড়ি যেন কেউ না কেনেন। এই বাড়ির মালিকরা উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *