সরকারি জমি দখল করে নির্মাণ খোদ মন্ত্রীর ভাইয়ের, অবশেষে কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : থানার সামনে সরকারি জায়গা দখল করে বহাল তবিয়তে নির্মাণ কাজ চালাচ্ছেন খোদ মন্ত্রীর ভাই ৷ এনিয়ে অভিযোগ পেতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ৷ যদিও ভাইকে বাঁচাতে চেষ্টার কসুর করেননি মন্ত্রী ৷ পুরো ঘটনা নিয়ে মন্ত্রী ও রাজ্যের শাসক দলকে বিঁধেছে বিরোধীরা ৷ এই ঘটনা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে ৷ হরিশ্চন্দ্রপুর থানার সামনেই ঘটেছে এই ঘটনা ৷ রাস্তার ধারে থাকা প্রায় দু’কাঠা জমিতে চলছে সেই নির্মাণ কাজ ৷ একতলার কাজ শেষ ৷ শুরু হয়েছে দোতলা নির্মাণ ৷ স্থানীয় শেখ জামিরুদ্দিন এই কাজ করাচ্ছেন ৷ তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ৷ যিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তজমুল হোসেনের ভাই ৷ তজমুল শুধু বিধায়কই নন, তিনি রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র প্রতিমন্ত্রী ৷ মন্ত্রীর ভাইয়ের এই সরকারি জমি দখলের ঘটনায় চরম রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে ৷

এদিকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয়শংকর ভট্টাচার্য বলেন, “আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ৷ ওই জায়গায় একতলা দোকান নির্মাণের কাজ শেষ ৷ এখন দোতলার নির্মাণ চলছে ৷ সেই কাজ আটকে দেওয়া হয়েছে ৷ নির্মীয়মাণ বাড়ির মালিক শেখ জামিরুদ্দিনকে বলা হয়েছে, কাজ বন্ধ রেখে মালমশলা খালি করে দিতে ৷ তিনি ওই জায়গার দলিল আমাদের দেখিয়েছিলেন ৷ ওই দলিলের দাগ নম্বরেও জমিটি সরকারি বলা হয়েছে ৷ জমির পরিমাণ প্রায় ২ কাঠা ৷ নির্মাণকারী আমাদের কোনও পরচা বা নির্মাণের সরকারি অনুমোদনপত্র দেখাতে পারেননি ৷ আমাদের নির্দেশের পরেও তিনি যদি নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকেন, তবে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করতে বাধ্য হব ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *