চূড়ান্ত আদ্রতা শহরে, তীব্র গরমে চরম নাজেহাল শহর শিলিগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গত কয়েকদিন ধরে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৮ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রিতে। শৈল শহর দার্জিলিং এর পাশে শিলিগুড়ির এই তাপমাত্রা সত্যিই অবাক করে দেওয়ার মত। যেখানে মিটার এ অনুভব দেখাচ্ছে প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি। এটা পাঁচ বছর আগেও ছিল একেবারেই বেমানান শিলিগুড়ি শহরের কাছে, আরো ভালো করে বলতে গেলে বলতে হয় শহর শিলিগুড়ির মানুষের কাছে।

এদিকে গত কয়েকদিন দিশাহীন গরমে নাজেহাল হয়ে গেছেন শহর শিলিগুড়ির মানুষ। সারাদিন রাস্তায় গরমের কারণে লোকজনের দেখা পাওয়া যায় না বললেই চলে, নিতান্তই কাজ না থাকলে বেরোতে সাহস করেন না কেউ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টির আর বেশি দেরি নেই, তবু একটা আকাঙ্ক্ষা এবং আশঙ্কা তো আছেই। কখন বৃষ্টি হবে? শিলিগুড়ির মতো জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪১ ডিগ্রির কাছাকাছি। এটা এক কথায় ভাবাই অসম্ভব। যেই শহরে সেপ্টেম্বর মাস পরলেই মানুষকে চাদর গায়ে দিতে হতো, সেখানে তাপমাত্রা কোথায় পৌঁছে গেছে, গরমের সাথে পাল্লা দিয়ে সমস্যা তৈরি হয়েছে পানীয় জলের। কোথাও কোথাও আসছে আবার কোথায় কোথাও আসছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *